WB Govt Job 2026

তিনটি পদে কর্মী চাই আলিপুরদুয়ারের প্রশাসনিক বিভাগে, আবেদন করবেন কী ভাবে?

চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। শূন্যপদ তিনটি। জুনিয়র ইঞ্জিনিয়ার প্রতি মাসে বেতন পাবেন ১৬,০৭৬ টাকা করে। সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা থাকা চাই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ১৭:১৯
Share:

প্রতীকী ছবি।

আলিপুরদুয়ার প্রশাসনিক বিভাগ একাধিক পদে চাকরির সুযোগ দিচ্ছে। এই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আলিপুরদুয়ারের ‘ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিস’-এর তরফে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে।

Advertisement

জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিস্ট্রিক্ট এমআইএস ইন চার্জ, ডিস্ট্রিক্ট প্ল্যানিং কোঅর্ডিনেটর পদে নিয়োগ করা হবে কর্মী। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। শূন্যপদ তিনটি। জুনিয়র ইঞ্জিনিয়ার প্রতি মাসে বেতন পাবেন ১৬,০৭৬ টাকা করে। সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা থাকা চাই। ডিস্ট্রিক্ট এমআইএস ইন চার্জ পাবেন মাসে ২০,০৬১ টাকা। মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিগ্রি থাকা চাই। ডিস্ট্রিক্ট প্ল্যানিং কোঅর্ডিনেটর পাবেন ১৮,৪০১ টাকা মাসে। অর্থনীতিতে স্নাতক অথবা স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রথমে আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক ওয়েবসাইটে (https://alipurduar.gov.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করা যাবে। আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী জমা দিতে হবে। ৬ ফেব্রুয়ারির মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে জেলার ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement