Agriculture Manager Jobs

এমবিএ করেছেন! রাজ্যের কৃষি বিপণন সংস্থায় পাওয়া যেতে পারে চাকরির সুযোগ

নির্দিষ্ট সময়ের চুক্তিতে নিযুক্তকে কাজ করতে হবে। তাঁর বয়স ৬২ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৫ ১৫:৩৮
Share:

রাজ্যের কৃষি বিপণন সংস্থায় চাকরির সুযোগ। প্রতীকী চিত্র।

রাজ্যের কৃষি বিপণন সংস্থায় কর্মখালি। ওই সংস্থার ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে। নিযুক্তকে নির্দিষ্ট সময়ের চুক্তিতে ওই পদে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ এগ্রিমার্কেটিং কর্পোরেশন লিমিটেড। শূন্যপদ একটি।

Advertisement

সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ফিন্যান্স বিষয়ে মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) করেছেন, এমন ব্যক্তিকে ওই পদে নিয়োগ করা হবে। তবে, এ ক্ষেত্রে তাঁর স্নাতক স্তরে বাণিজ্য বিষয়টি থাকা আবশ্যক। এ ছাড়াও ম্যানেজার পদে ন্যূনতম ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

সংশ্লিষ্ট পদে কাজ করতে আগ্রহীদের বয়স ৬২ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। বয়সের ঊর্ধ্বসীমা ১ জুলাই, ২০২৫ অনুযায়ী নির্ধারিত হয়েছে। নিয়োগের পর কাজের উৎকর্ষের নিরিখে প্রতি বছর নিযুক্তের চুক্তি বর্ধিত করা হবে। প্রতি মাসের বেতন হিসাবে ৪০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

Advertisement

আগ্রহীদের ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের শংসাপত্রের মতো গুরুত্বপূর্ণ নথি পাঠানো আবশ্যক। এই বিষয়ে বিশদ তথ্যের জন্য সুফল বাংলার ওয়েবসাইট (sufalbangla.in) থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement