মহিলাদের জন্য সরকারি প্রকল্পে কাজের সুযোগ। প্রতীকী চিত্র।
কোচবিহারের মাথাভাঙায় কর্মখালি। মাথাভাঙা ১ ব্লকের কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের উদ্যোগে তৈরি হওয়া ‘ওয়ান স্টপ ফেসিলিটি’-র কাজ চলছে। ওই প্রকল্পের অধীনে বিজ়নেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইডার (বিডিএসপি) পদে কর্মী প্রয়োজন। তাঁদের নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজের পাশাপাশি, প্রশিক্ষণও দেওয়া হবে।
মাথাভাঙা ব্লকের দশটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা, এমন মোট ৭ জন মহিলাকে ওই কাজের জন্য বেছে নেওয়া হবে। তাঁদের বয়স ২৫ বছর থেকে ৪৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। বাণিজ্য বিষয়ে স্নাতক হওয়ার পাশাপাশি, তাঁদের গণিত, ব্যবসা সংক্রান্ত বিষয়ে জ্ঞান থাকতে হবে। এ ছাড়াও কম্পিউটার এবং স্মার্টফোন ব্যবহার করার দক্ষতা থাকা আবশ্যক। এ জন্য কম্পিউটার প্রশিক্ষণের শংসাপত্র থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে।
পাশাপাশি, বিডিএসপি পদে নিযুক্তদের যে কোনও গ্রাম পঞ্চায়েতের স্বনির্ভর দলের সক্রিয় সদস্য হওয়া বাঞ্ছনীয়। নিয়োগের পর তাঁদের ব্যবসা চালনা এবং তার অগ্রগতি কী ভাবে সম্ভব, এই সংক্রান্ত বিষয়ে পরামর্শ দিতে হবে। এ ছাড়াও নবীন উদ্যোক্তাদের ব্যবসা সংক্রান্ত কাজের প্রশিক্ষণও তাঁরাই দেবেন।
লিখিত এবং মৌখিক পরীক্ষা এবং গ্রুপ ডিসকাশনের মাধ্যমে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর জন্য আগ্রহীদের জেলার প্রশাসনিক ওয়েবসাইটে (coochbehar.gov.in) গিয়ে আবেদনের ফর্ম ডাউনলোড করে তা পূরণ করে সশরীরে কোচবিহারের ব্লক ডেভেলপমেন্ট অফিসে এসে আবেদন জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে পরিচয়পত্র, জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা, শংসাপত্রের মতো আনুষঙ্গিক নথি থাকা আবশ্যক। আবেদনের শেষ দিন ১৬ জুলাই।