দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড (ডিপিএল)। ছবি: সংগৃহীত।
রাজ্যের বিদ্যুৎশক্তি উৎপাদন কেন্দ্রে কর্মখালি। রাজ্য সরকার অধীনস্থ দুর্গাপুর প্রজেক্টস লিমিটেডের টেকনিক্যাল বিভাগে কর্মী নিয়োগ করা হবে। সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিভাগে এগজ়িকিউটিভ ডিরেক্টর পদে অভিজ্ঞ ব্যক্তি প্রয়োজন। শূন্যপদ একটি।
ইঞ্জিনিয়ারিং শাখার যে কোনও বিষয়ে স্নাতকেরা ওই পদে আবেদনের সুযোগ পাবেন। তবে, এ ক্ষেত্রে তাঁদের তাপবিদ্যুৎ কেন্দ্রে জেনারেল ম্যানেজার কিংবা সমতুল্য পদে অন্তত দু’বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা আবশ্যক। কারণ এগজ়িকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্তকে অপারেশন অ্যান্ড মেনটেনেন্স বিভাগের দায়িত্বও পালন করতে হবে।
আবেদনকারীদের বয়স ৬২ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। তাঁদের যোগ্যতা ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই করা হবে। এ ক্ষেত্রে সরকারি কিংবা সরকার পোষিত সংস্থায় কর্মরত ব্যক্তিদের আবেদনের জন্য আলাদা করে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) জমা দিতে হবে।
সংশ্লিষ্ট পদে নিযুক্ত ব্যক্তিকে ১ লক্ষ ৫৬ হাজার ৫০০ টাকা থেকে ২ লক্ষ ১০ হাজার ৮০০ টাকা বেতনক্রমে পারিশ্রমিক দেওয়া হবে। তাঁর কাজের মেয়াদ প্রাথমিক ভাবে তিন বছরের জন্য বহাল থাকবে। তবে, কাজের উৎকর্ষের নিরিখে ওই মেয়াদ পরিবর্তনশীল।
আগ্রহীদের ই-মেল মারফত আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ৩০ জুলাই। সংশ্লিষ্ট পদে নিয়োগ সংক্রান্ত আরও তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট (dpl.net.in) কিংবা রাজ্য সরকারি বিভাগের ওয়েবসাইট (wbpower.gov.in)-এ নজর রাখতে হবে।