এনসিইআরটি প্রাদেশিক কার্যালয়ে অধ্যক্ষ নিয়োগ করবে। প্রতীকী চিত্র।
শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে অধ্যক্ষ পদে চাকরির সুযোগ। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)-র ভুবনেশ্বর এবং শিলংয়ের শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ তথা প্রিন্সিপাল পদে কর্মী প্রয়োজন। ওই কাজের জন্য দু’জনকে বেছে নেওয়া হবে। সংশ্লিষ্ট পদে কাদের নিয়োগ করা হবে, তার বিশদ তথ্য প্রকাশ করেছে এনসিইআরটি।
সংশ্লিষ্ট পদে আবেদনকারী প্রার্থীদের যে কোনও বিষয়ে পিএইচডি ডিগ্রি এবং ন্যূনতম ১০টি গবেষণাপত্র ইউজিসি স্বীকৃত জার্নালে প্রকাশিত হওয়া আবশ্যক। এ ছাড়াও অন্তত ১৫ বছর বিশ্ববিদ্যালয় বা কলেজে শিক্ষকতার অভিজ্ঞতা প্রয়োজন। তবেই উল্লিখিত পদে কাজের সুযোগ পাওয়া যাবে।
অধ্যক্ষের বয়স ৬০ বছরের মধ্যে হওয়া আবশ্যক। মোট পাঁচ বছরের ভিত্তিতে নিযুক্তদের কাজ করতে হবে। পরবর্তী পর্যায়ে আরও পাঁচ বছরের জন্য ওই মেয়াদ বৃদ্ধি পাবে। তাঁদের প্রতি মাসে ৩৭,৪০০-৬৭,০০০ টাকা বেতনক্রমে মাইনে দেওয়া হবে।
আগ্রহীদের ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ৪ অগস্ট। কী ভাবে আবেদন করবেন, তা জানতে এনসিইআরটি-র ওয়েবসাইটে (ncert.nic.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।