জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের মহড়ায় বিশেষজ্ঞরা। ছবি: সংগৃহীত।
জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ (এনডিএমএ)— এর তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সংস্থার তরফে সিনিয়র কনসালট্যান্ট পদে নিয়োগ করা হবে অভিজ্ঞ এবং দক্ষ ব্যক্তিদের। শূন্যপদের সংখ্যা একটিই। অনূর্ধ্ব ৫০ বছর বয়সি প্রার্থীরা আবেদন করতে পারবেন। অবসরপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রে আবেদনকারীদের বয়স ৬২ বছরের মধ্যে হতে পারে।
কারা আবেদন জানাতে পারবেন?
ডিজ়াস্টার ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্টাল সায়েন্স, সিভিল ইঞ্জিনিয়ারিং— এর মধ্যে যে কোনও একটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে, এমন প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
কী দক্ষতা থাকা প্রয়োজন?
সিনিয়র কনসালট্যান্ট পদে আবেদনকারীদের সাত বছর হাতেকলমে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট অভিজ্ঞতার নির্দিষ্ট প্রমাণপত্রও প্রয়োজন।
মোট তিন মাসের চুক্তিতে কাজ চলবে। নিযুক্তের কর্মস্থল হবে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের নর্থ ব্লকের অফিসে। প্রতিষ্ঠানের নিয়মানুসারে নিযুক্তকে প্রতি মাসে সাম্মানিক দেওয়া হবে।
এই পদে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২ মে। আবেদনপত্র ইমেল মারফত পাঠাতে হবে। আগ্রহী প্রার্থীরা নিয়োগের বিষয়ে বিস্তারিত জানার জন্য সংস্থার ওয়েবসাইট দেখে নিতে পারেন।