নর্দার্ন কোলফিল্ড লিমিটেড। ছবি: সংগৃহীত।
রাষ্ট্রায়ত্ত সংস্থায় প্রশিক্ষণের সুযোগ। এই মর্মে নর্দার্ন কোলফিল্ড লিমিটেডের তরফে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) হিসাবে নিযুক্তদের এক বছর প্রশিক্ষণ দেওয়া হবে। মোট শূন্যপদ ১,৭৬৫টি।
উল্লিখিত পদের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং শাখায় বিভিন্ন বিষয়ে স্নাতক ও ডিপ্লোমাধারী এবং ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে বিভিন্ন ট্রেডে উত্তীর্ণ হয়েছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে।
প্রার্থীদের ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি এবং ব্যাক অফিস ম্যানেজমেন্ট, মর্ডান অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড সেক্রেটারিয়াল প্র্যাকটিসেসের মতো বিষয়ে ডিপ্লোমা থাকা প্রয়োজন। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের ভাতা হিসাবে ৭,৭০০ টাকা থেকে ৯,০০০ টাকা দেওয়া হবে।
আগ্রহীদের অনলাইনে একটি ফর্ম পূরণ করে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। সঙ্গে বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার শংসাপত্রের মতো নথি থাকা প্রয়োজন। ২৪ ফেব্রুয়ারি থেকে আবেদন গ্রহণ করা হবে। ইমেল মারফতও আবেদনপত্র পাঠানো যাবে। আবেদনের শেষ দিন সম্পর্কিত তথ্য জেনে নিতে সংস্থার ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।