ছবি: সংগৃহীত।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) অধীনস্থ সংস্থায় কর্মী প্রয়োজন। কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন ব্যাক্টেরিয়াল ইনফেকশন (সাবেক নাইসেড)-এর ওয়েবসাইটে এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক এবং আপার ডিভিশন ক্লার্ক পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ ১১টি।
অ্যাসিস্ট্যান্ট এবং আপার ডিভিশন ক্লার্ক পদে যে কোনও বিষয়ে স্নাতক প্রার্থীদের নিয়োগ করা হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক পদে দ্বাদশ উত্তীর্ণরা আবেদন পাঠাতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনকারীদের কম্পিউটারে কাজে এবং আপার ডিভিশন ক্লার্ক এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদনকারীদের টাইপিংয়ে দক্ষতা থাকা প্রয়োজন।
অ্যাসিস্ট্যান্ট পদে নিযুক্ত ব্যক্তির বয়স ৩০ বছর এবং আপার ডিভিশন ক্লার্ক এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদনকারীদের বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীরা অনলাইনে আবেদনের সুযোগ পাবেন। আবেদনমূল্য ২,০০০ টাকা। তবে নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক সম্পর্কে কোনও তথ্য বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।
আগ্রহীরা একটি ফর্ম পূরণ করে অনলাইনে আবেদন জানাতে পারবেন। স্কিল টেস্ট, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। কী ভাবে আবেদন করবেন, আবেদনের শেষ দিন কবে, এ বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।