দশম উত্তীর্ণদের শিক্ষানবিশির প্রশিক্ষণের সুযোগ দেবে রেল। — ফাইল চিত্র।
৯০৪ জনকে শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) হিসাবে প্রশিক্ষণ দেওয়া হবে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেলের রিক্রুটমেন্ট সেলের তরফে জানানো হয়েছে, হুব্বালি, বেঙ্গালুরু, মাইসুরুতে নিযুক্তদের প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষণের জন্য দশম উত্তীর্ণদের বেছে নেওয়া হবে। তাঁদের কাছে ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং কিংবা স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিংয়ের তরফে ট্রেড সার্টিফিকেট থাকা প্রয়োজন। মাধ্যমিক কিংবা সমতুল পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকা আবশ্যক।
অন্যান্য শর্তাবলি:
অনলাইনে আবেদনের জন্য হুবলির রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের ওয়েবসাইটে (rrchubli.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে। তাতেই আবেদনের শর্তাবলি জানানো হয়েছে। এ ক্ষেত্রে তাঁদের ১৩ অগস্টের মধ্যে আবেদন জমা দিতে হবে। আবেদনমূল্য ১০০ টাকা।