Apprenticeship Recruitment 2025

৯০০-র বেশি দশম উত্তীর্ণদের প্রশিক্ষণ দেবে দক্ষিণ-পশ্চিম রেল, কতজন পাবেন সুযোগ?

অনলাইনে শিক্ষানবিশির (অ্যাপ্রেন্টিসশিপ) জন্য আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের ১৩ অগস্টের মধ্যে আবেদন জমা দিতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৫ ১৬:৫৭
Share:

দশম উত্তীর্ণদের শিক্ষানবিশির প্রশিক্ষণের সুযোগ দেবে রেল। — ফাইল চিত্র।

৯০৪ জনকে শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) হিসাবে প্রশিক্ষণ দেওয়া হবে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেলের রিক্রুটমেন্ট সেলের তরফে জানানো হয়েছে, হুব্বালি, বেঙ্গালুরু, মাইসুরুতে নিযুক্তদের প্রশিক্ষণ দেওয়া হবে।

Advertisement

প্রশিক্ষণের জন্য দশম উত্তীর্ণদের বেছে নেওয়া হবে। তাঁদের কাছে ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং কিংবা স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিংয়ের তরফে ট্রেড সার্টিফিকেট থাকা প্রয়োজন। মাধ্যমিক কিংবা সমতুল পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকা আবশ্যক।

অন্যান্য শর্তাবলি:

Advertisement
  • মোট এক বছরের জন্য নিযুক্তদের বিভিন্ন ট্রেডে কাজের প্রশিক্ষণ চলবে।
  • সেই সময় অ্যাপ্রেন্টিস অ্যাক্ট, ১৯৬১ অনুযায়ী, তাঁদের প্রতি মাসে ভাতা বরাদ্দ করা হবে।
  • প্রশিক্ষণের জন্য তাঁদের ফিটনেসও যাচাই করে নেওয়া হবে।
  • অনলাইনে আগ্রহীরা আবেদনপত্র পাঠাতে পারবেন।

অনলাইনে আবেদনের জন্য হুবলির রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের ওয়েবসাইটে (rrchubli.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে। তাতেই আবেদনের শর্তাবলি জানানো হয়েছে। এ ক্ষেত্রে তাঁদের ১৩ অগস্টের মধ্যে আবেদন জমা দিতে হবে। আবেদনমূল্য ১০০ টাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement