বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে রয়েছে কর্মখালি। সেই মর্মে প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
কাউন্সিলর এবং স্টাফ নার্স নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এর মেডিসিন বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। উভয় পদে প্রতি মাসে ২১ হাজার টাকা বেতন দেওয়া হবে। প্রার্থীর বয়স ৬০ বছরের মধ্যে হতে হবে। কাউন্সিলর পদে আবেদনের জন্য সাইকোলজি/ সোশ্যাল ওয়ার্ক/ অ্যানথ্রোপলজি/ সোশিয়োলজি বিষয়ে স্নাতক যোগ্যতা থাকতে হবে। সংশ্লিষ্ট বিভাগে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। স্টাফ নার্স পদে আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকা দরকার। স্টেট নার্সিং কাউন্সিলের অধীনে নথিভুক্ত থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে হবে।
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করা যাবে। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে তথ্য অনুযায়ী জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৬ জুন।
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।