বাঁকুড়া বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
বাঁকুড়া বিশ্ববিদ্যালয় দিচ্ছে আংশিক সময় শিক্ষকতার সুযোগ দিচ্ছে। প্রতিষ্ঠানের তরফে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
স্পেশ্যাল লেকচারার নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের রসায়ন বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। সাম্মানিক দেওয়া হবে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী। শূন্যপদ একটি। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে রসায়নে স্নাতকোত্তর-সহ ফিজ়িক্যাল কেমিস্ট্রিতে স্পেশ্যালাইজ়েশন থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে অতিথি শিক্ষকদের। ২২ ডিসেম্বর সকাল ১১টা থেকে শুরু হবে ইন্টারভিউ। ওই দিন প্রার্থীদের আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে ঠিকানায় পৌঁছে যেতে হবে। কী কী নথি প্রয়োজন, তা জানতে প্রথমে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://www.bankurauniv.ac.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখান থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে পারবেন আগ্রহীরা।