RMRC Kolkata Recruitment 2025

ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে যোগদানের সুযোগ! কোন বিভাগে বিশেষজ্ঞের খোঁজ চলছে?

ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের তরফে সায়েন্টিফিক অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ১৩:৩৪
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে সায়েন্টিফিক অফিসার প্রয়োজন। এই কাজের জন্য দু’জনকে নিয়োগ করা হবে। সংস্থার কলকাতার দফতরে নিউক্লিয়ার মেডিসিন বিভাগে ওই পদে কর্মী প্রয়োজন।

Advertisement

সংস্থার কলকাতার দফতর রেডিয়েশন মেডিসিন রিসার্চ সেন্টার-এ ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা ওই পদে চাকরির সুযোগ পাবেন। তবে, এ ক্ষেত্রে তাঁদের নিউক্লিয়ার মেডিসিন বিষয়ে ডক্টর অফ মেডিসিন (এমডি) বা ডিপ্লোমেট অফ ন্যাশনাল বোর্ড (ডিএনবি) ডিগ্রি থাকা প্রয়োজন।

সায়েন্টিফিক অফিসার পদে নিযুক্তদের প্রতি মাসে ১,৩০,০০০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। ৮৯ দিনের চুক্তিতে ওই পদে কাজ চলবে। এ ক্ষেত্রে নিযুক্তদের বয়স ৫০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

Advertisement

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এই পদের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। ৯ ডিসেম্বর ইন্টারভিউ মুম্বইয়ের ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের হাসপাতালে হতে চলেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement