বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় গবেষক খুঁজছে। ভাষাতত্ত্ব বিভাগের একটি প্রকল্পে রিসার্চ অ্যাসোসিয়েট প্রয়োজন। ওই কাজের জন্য একজনকে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ভাষাতত্ত্ব বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত প্রকল্পে কাজের সুযোগ পাবেন। তাঁদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও লিঙ্গুইস্টিক ট্রানস্ক্রিপশন এবং লেক্সিকোগ্রাফি নিয়ে অন্তত তিন বছরের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
নিযুক্তের জন্য প্রতি মাসে ৫,২০০ থেকে ২০,২০০ টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। তাঁকে ছ’মাসের চুক্তিতে ওই কাজে বহাল রাখা হবে। তবে ওই মেয়াদ পরে বৃদ্ধি পেতে পারে।
আগ্রহীদের সরাসরি ইন্টারভিউয়ে যোগদান করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের ওই ইন্টারভিউ ৯ ডিসেম্বর হতে চলেছে। বেলা ১০টার আগে প্রার্থীদের উপস্থিত থাকা প্রয়োজন।