Orientation Course for Engineering Graduates

দেশের বিভিন্ন সংস্থায় সায়েন্টিফিক অফিসার প্রয়োজন, স্নাতকদের প্রশিক্ষণ দেবে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার

প্রশিক্ষণের পর কলকাতা-সহ দেশের বিভিন্ন গবেষণাকেন্দ্র এবং সংস্থায় সায়েন্টিফিক অফিসার হিসাবে নিয়োগ করা হবে স্নাতকদের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ১০:৫৪
Share:

ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। ছবি: সংগৃহীত।

বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে কাজ করতে চান? পারমানবিক শক্তি নিয়ে গবেষণার সুযোগ খুঁজছেন? আগ্রহী স্নাতকদের প্রশিক্ষণ দেবে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। প্রশিক্ষণ শেষে দেশের বিভিন্ন গবেষণাকেন্দ্র এবং সংস্থায় সায়েন্টিফিক অফিসার পদে নিয়োগও করা হবে।

Advertisement

ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি-র অধীনস্থ ওই সংস্থার তরফে জানানো হয়েছে, ‘ওরিয়েন্টেশন কোর্স ফর ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটস অ্যান্ড সায়েন্স পোস্ট গ্র্যাজুয়েটস’ করানো হবে। এর মাধ্যমে ইঞ্জিনিয়ারিং এবং বিজ্ঞান শাখার বিভিন্ন বিষয়ে স্নাতকদের সায়েন্টিফিক অফিসার পদে কাজের খুঁটিনাটি শেখার সুযোগ দেওয়া হবে।

প্রশিক্ষণ শেষে হোমি ভাবা ন্যাশনাল ইনস্টিটিউট থেকে এমটেক এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পড়ার সুযোগও থাকছে। যাঁরা পড়াশোনা করবেন, তাঁদের ভাতা বা স্টাইপেন্ড হিসাবে প্রতি মাসে ৭৪ হাজার টাকা দেওয়া হবে। তবে, একই সঙ্গে ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জির সঙ্গে বাছাই করা ব্যক্তিদের একটি তিন বছরের চুক্তিও স্বাক্ষর করতে হবে।

Advertisement

এই প্রশিক্ষণের জন্য তাঁদেরই বেছে নেওয়া হবে, যাঁরা ইঞ্জিনিয়ারিং কিংবা বিজ্ঞান শাখার নির্দিষ্ট বিষয়ে স্নাতক হয়েছেন। একই সঙ্গে তাঁদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট-ও (গেট) উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৬ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

অনলাইনে এই প্রশিক্ষণে আগ্রহীদের আবেদন গ্রহণ করা হবে। আবেদনমূল্য ৫০০ টাকা। লিখিত পরীক্ষা, ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এ জন্য ২১ জানুয়ারি পর্যন্ত নাম নথিভুক্তকরণের সুযোগ থাকবে। পরীক্ষা এবং ইন্টারভিউ মার্চ থেকে জুন মাসের মধ্যে সম্পন্ন হবে। ক্লাস শুরু ৩১ জুলাই থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement