Govt Jobs for Engineers 2026

ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ দেবে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, কোন শর্তে আবেদনের সুযোগ পাওয়া যাবে?

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড-এর কোটদ্বারা ইউনিট-এ ইঞ্জিনিয়ার এবং বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন-এ স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের প্রশিক্ষণ দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ১৫:০২
Share:

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, বেঙ্গালুরু। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় সংস্থার তরফে স্নাতক এবং স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের প্রশিক্ষণ দেওয়া হবে। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড-এর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য পেশ করা হয়েছে। ট্রেনি ইঞ্জিনিয়ার এবং অফিসার পদে প্রশিক্ষণ চলবে। মোট শূন্যপদ ৫১। সংশ্লিষ্ট পদের জন্য অনূর্ধ্ব ২৮ বছর বয়সি প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

প্রশিক্ষণ নিতে আগ্রহীদের ইলেকট্রনিক্স, কমিউনিকেশন অ্যান্ড টেলিকমিউনিকেশন, মেকানিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে। এ ছাড়াও যাঁরা বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন-এ স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, তাঁরাও আবেদনের সুযোগ পাবেন।

মোট দু’বছরের চুক্তিতে ট্রেনি ইঞ্জিনিয়ার এবং অফিসার পদে প্রশিক্ষণ চলবে। সেই সময় প্রতি মাসে তাঁদের ৩০ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকা বেতনক্রমে পারিশ্রমিক দেওয়া হবে।

Advertisement

অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। ১৫ জানুয়ারি পর্যন্ত আবেদন পাঠানো যাবে। যোগ্যতা যাচাইয়ের জন্য লিখিত পরীক্ষা ২৫ জানুয়ারি হতে চলেছে। এ বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement