উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। — ফাইল চিত্র।
ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণেরা শিক্ষকতার সুযোগ পেতে পারেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে-র তরফে ওই পদে যোগ্যদের আবেদন চাওয়া হয়েছে। শূন্যপদ ন’টি।
গণিত, ইংরেজি, পোস্ট হার্ভেস্ট টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি, ফার্ম মেশিনারি অ্যান্ড পাওয়ার ও ফিজ়িক্যাল এডুকেশন অ্যান্ড ন্যাশনাল সার্ভিস স্কিম বিভাগে অতিথি শিক্ষক নিয়োগ করা হবে। উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা সংশ্লিষ্ট পদে চাকরির সুযোগ পাবেন।
তবে, প্রার্থীদের ইউজিসি কিংবা সিএসআইআর আয়োজিত ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও স্নাতকোত্তর স্তরে প্রার্থীদের অন্তত ৫৫ শতাংশ কিংবা তার বেশি নম্বর থাকা প্রয়োজন।
নিযুক্তদের বয়স ২১ থেকে ৩৭ বছরের মধ্যে হতে হবে। তাঁদের জন্য প্রতি ক্লাসের অন্য ৮০০ থেকে ১,২০০ টাকা সাম্মানিক হিসাবে দেওয়া হবে। পরীক্ষার মূল্যায়নের জন্য আলাদা করে পারিশ্রমিকও মিলবে।
ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেবে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। ১৪ থেকে ১৬ জানুয়ারি ওই পদে নিয়োগের জন্য ইন্টারভিউ হতে চলেছে। ওই দিন আগ্রহীরা জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রমাণপত্রের মতো আনুষঙ্গিক নথি সঙ্গে নিয়ে আসবেন।