সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস। ছবি: সংগৃহীত।
কলকাতার রাষ্ট্রায়ত্ত গবেষণাগারে জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। ওই সংস্থায় এমন একজনকে নিয়োগ করা হবে। কাজ চলবে সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস-এ।
পদার্থবিদ্যায় স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা ওই কাজে যোগদানের সুযোগ পাবেন। তাঁদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট), গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট), জয়েন্ট এন্ট্রান্স স্ক্রিনিং টেস্ট (জেস্ট)-এর মধ্যে যে কোনও একটিতে উত্তীর্ণ হতে হবে।
এ ছাড়াও তাঁদের কন্ডেন্সন্ড ম্যাটার ফিজ়িক্স, লিথোগ্রাফিক ডিভাইস ফ্যাব্রিকেশন, ইনস্ট্রুমেন্টেশন নিয়ে গবেষণার পূর্ব অভিজ্ঞতা থাকা চাই। মোট দু’বছরের চুক্তিতে ওই পদে কাজ চলবে। নিযুক্তের জন্য প্রতি মাসে ৩৭ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
আগ্রহীরা ডাকযোগে আবেদনপত্র জমা দিতে পারবেন। তাঁদের সংস্থার ঠিকানায় ১৫ জানুয়ারির মধ্যে সমস্ত নথি পাঠিয়ে আবেদন জানাতে হবে। কী ভাবে যোগ্যতা যাচাই করা হবে, তা সংস্থার তরফে জানিয়ে দেওয়া হবে।