BEL Recruitment 2025

কর্মী নিয়োগ করবে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, শূন্যপদ ২০, আবেদন কী ভাবে?

নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৪০,০০০-১,৪০,০০০ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৫ ১৭:৪০
Share:

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। সংগৃহীত ছবি।

কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বেল)-এ চাকরির সুযোগ। এই মর্মে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার তরফে। জানানো হয়েছে, সংস্থার একটি ইউনিটের জন্য এই নিয়োগ। সংস্থায় নির্দিষ্ট মেয়াদের জন্য নিযুক্তদের কাজের সুযোগ মিলবে। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে।

Advertisement

সংস্থায় ডেপুটি ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রনিক্স)/ ই-২ এবং ডেপুটি ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) পদে নিয়োগ হবে। মোট শূন্যপদের সংখ্যা ২০। উভয় পদে নিযুক্তদের প্রথমে পাঁচ বছরের জন্য সংস্থায় নিয়োগ করা হবে। এর পর সংস্থার প্রয়োজন এবং নিযুক্তদের কাজের উপর নির্ভর করে এই মেয়াদ আরও দু’বছর বাড়ানো হতে পারে।

দু’টি পদে আবেদনকারীদের বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৪০,০০০-১,৪০,০০০ টাকা।

Advertisement

ডেপুটি ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) পদে আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিই/ বিটেক/ এএমআইই/ জিআইইটিই/ বিএসসি ইঞ্জিনিয়ারিং-এ ফার্স্ট ক্লাস নিয়ে উত্তীর্ণ হতে হবে। একই ভাবে অন্য পদটিতে আবেদনের জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।

আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তরা বাদে বাকিদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে ৪৭২ টাকা। আগামী ৩১ মার্চ আবেদনের শেষ দিন। এর পর উভয় পদে কম্পিউটার বেসড টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement