ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি), শিবপুর। নিজস্ব চিত্র।
ইঞ্জিনিয়ারদের চাকরির সুযোগ দেবে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি), শিবপুরে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের ওই পদে নিয়োগ করা হবে। তবে, উল্লিখিত বিষয়ে স্নাতক হয়েছেন, কিংবা ডিপ্লোমা অর্জন করেছেন— এমন ব্যক্তিরাও আবেদনের সুযোগ পাবেন। প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
এ ক্ষেত্রে তাঁদের সফট্অয়্যার কনফিগারেশন, কোডিং সংক্রান্ত বিষয়ে অন্তত দু’বছরের কাজের দক্ষতা থাকা দরকার। নিযুক্তেরা এক বছরের চুক্তিতে কাজের সুযোগ পাবেন। ওই মেয়াদ আরও দু’বছরের জন্য বৃদ্ধি করা হবে।
অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে প্রার্থীরা আবেদন জমা দিতে পারবেন। আবেদনের শেষ দিন ৮ অক্টোবর। আবেদনমূল্য হিসাবে ১,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে।