ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), কলকাতা। ছবি: সংগৃহীত।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), কলকাতায় যোগদানের সুযোগ পেতে পারেন স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা। ওই প্রতিষ্ঠানের বায়োলজিক্যাল সায়েন্সেস বিভাগের একটি গবেষণা প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। শূন্যপদ একটি।
নিযুক্তকে প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ৩৭ হাজার টাকা দেওয়া হবে। মোট এক বছরের চুক্তিতে ওই পদে কাজ চলবে। পরে ওই মেয়াদ আরও বৃদ্ধি পেতে পারে। আবেদনকারীদের বয়স সম্পর্কিত তথ্য অবশ্য প্রতিষ্ঠানের তরফে জানানো হয়নি।
বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, মলিকিউলার বায়োলজি, মাইক্রোবায়োলজি, জ়ুলজি বিষয়ের মধ্যে যে কোনও একটিতে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিদের ওই পদে নিয়োগ করা হবে। তাঁদের ফ্লুয়েরোফোর লেবেলিং, অ্যাক্টিং পিউরিফিকেশন, প্রোটিন পিউরিফিকেশন নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেবে আইআইএসইআর, কলকাতা। ২৫ নভেম্বর ওই ইন্টারভিউ হতে চলেছে। আগ্রহীদের ইন্টারভিউয়ের দিন জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র-সহ সমস্ত নথি নিয়ে আসতে হবে।