Govt Jobs for Engineers

ইসরোয় ডিপ্লোমা ইঞ্জিনিয়াদের সুযোগ, আবেদন করতে পারবেন দ্বাদশ উত্তীর্ণেরাও! কোথায় পোস্টিং?

ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র (ইসরো) অধীনস্থ ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারে টেকনিক্যাল পোস্টে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১৪:২৪
Share:

ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র (ইসরো)। ছবি: সংগৃহীত।

ইসরোয় চাকরির সুযোগ। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র অধীনস্থ ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ১৩টি।

Advertisement

সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা করেছেন, এমন ব্যক্তিকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। এ ছাড়াও অটোমোবাইল বিভাগে ওই পদে কর্মী প্রয়োজন। সেই বিভাগে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন।

এ ছাড়াও ওই সংস্থায় টেকনিশিয়ান এবং ড্রফট্সম্যান নিয়োগ করা হবে। উল্লিখিত পদে দ্বাদশ উত্তীর্ণেরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটস (আইটিআই) বা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট (এনটিসি) শংসাপত্র থাকা প্রয়োজন। উল্লিখিত সমস্ত পদে ১৮ থেকে ৩৫ বছর বয়সিদের নিয়োগ করা হবে।

Advertisement

নিযুক্তদের প্রতি মাসে ৩৮,২৮৬ টাকা থেকে ৭০,৯৪২ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। প্রার্থীদের লিখিত পরীক্ষা, স্কিল টেস্টের মাধ্যমে যোগ্যতা যাচাই করবে বিশেষজ্ঞ কমিটি। লিখিত পরীক্ষা কলকাতা, কানপুর, রাঁচি, বেঙ্গালুরু, পটনা-সহ ২৫টি শহরে নেওয়া হবে।

অনলাইনে আবেদনপত্র ৩০ নভেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে। আবেদনমূল্য হিসাবে ৫০০ থেকে ৭০০ টাকা ধার্য করা হয়েছে।

পরীক্ষার জন্য যে প্রার্থীদের বেছে নেওয়া হবে, তাঁদের সঙ্গে প্রতিষ্ঠানের তরফে যোগাযোগ করে নেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement