— প্রতিনিধিত্বমূলক চিত্র।
হাজারের বেশি পদে শিক্ষক, শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। দেশের ১,২০৯ টি কেন্দ্রীয় বিদ্যালয়, ৬৬১ টি নবোদয় বিদ্যালয়ে ওই পদে দক্ষ এবং যোগ্য ব্যক্তি প্রয়োজন। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) ওই পদে নিয়োগের বিশদ শর্তাবলি প্রকাশ করেছে।
সেই তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় বিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে আট জন, প্রিন্সিপাল পদে ১৩৪ জন, ভাইস প্রিন্সিপাল পদে ৫৮ জন, পোস্ট গ্র্যাজুয়েট টিচার পদে ১,৪৬৫ জন, প্রশিক্ষিত গ্র্যাজুয়েট টিচার পদে ২,৭৯৪ জন, লাইব্রেরিয়ান পদে ১৪৭ জন, প্রাথমিকের শিক্ষক ৩,৩৬৫ জন, শিক্ষাকর্মী পদে ১,১৬৩ জনকে নিয়োগ করা হবে।
নবোদয় বিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে ৯ জন, প্রিন্সিপাল পদে ৯৩ জন, পোস্ট গ্র্যাজুয়েট টিচার পদে ১,৫৩১ জন, প্রশিক্ষিত গ্র্যাজুয়েট টিচার পদে ৩,৪২১ জন, শিক্ষাকর্মী পদে ৭৮৭ জনকে নিয়োগ করা হবে।
বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, কিংবা ইন্টিগ্রেটেড বিএড এমএড করেছেন— এমন ব্যক্তিরা অ্যাসিস্ট্যান্ট কমিশনার, প্রিন্সিপাল, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, প্রশিক্ষিত গ্র্যাজুয়েট টিচার পদে চাকরির সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের স্কুলে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। শিক্ষাকর্মী পদে দশম উত্তীর্ণ বা ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে আবেদনের বিশদ শর্তাবলি জেনে নিতে মূল বিজ্ঞপ্তি দেখে নেওয়া প্রয়োজন।
আগ্রহীরা অনলাইনে সিবিএসই, কেন্দ্রীয় বিদ্যালয় এবং নবোদয় বিদ্যালয়ের ওয়েবসাইট মারফত আবেদন জমা দিতে পারবেন। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। নাম নথিভুক্তিকরণ ১৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে। এগ্জ়ামিনেশন ফি ১,২০০ থেকে ২,৩০০ টাকা এবং প্রসেসিং ফি হিসাবে ৫০০ টাকা ধার্য করা হয়েছে।