MT Recruitment 2025

স্টিল অথরিটি অফ ইন্ডিয়ায় যোগদানের সুযোগ! ইঞ্জিনিয়ারেরা করতে পারেন আবেদন

ম্যানেজমেন্ট ট্রেনি (টেকনিক্যাল) পদে নিযুক্তদের প্রতি মাসে ৫০,০০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে। এক বছর পর পদোন্নতি শেষে বেতনক্রম হবে ৬০,০০০ থেকে ১,৮০,০০০ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ১৯:১২
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

কেন্দ্রীয় সংস্থা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (সেল)-এ কর্মী নিয়োগ করা হবে। ওই সংস্থার বিভিন্ন স্টিল প্ল্যান্ট এবং খনিতে কাজের সুযোগ পাবেন ইঞ্জিনিয়ারেরা।

Advertisement

সংস্থায় ম্যানেজমেন্ট ট্রেনি (টেকনিক্যাল) বা শিক্ষানবিশ পদে কর্মী নিয়োগ হবে। ই-১ গ্রেডের এই পদমর্যাদায় মোট শূন্যপদের সংখ্যা ১২৪টি। ওই পদে নিযুক্তেরা প্রথমে এক বছরের জন্য প্রশিক্ষণ পাবেন। প্রশিক্ষণ সম্পূর্ণ হলে আরও এক বছর ‘অ্যাসিসট্যান্ট ম্যানেজার’ পদে প্রবেশনে রাখা হবে।

আগ্রহীদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। ম্যানেজমেন্ট ট্রেনি (টেকনিক্যাল) পদে নিযুক্তদের প্রতি মাসে ৫০,০০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে। এক বছর পর পদোন্নতি শেষে বেতনক্রম হবে ৬০,০০০ থেকে ১,৮০,০০০ টাকা।

Advertisement

আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কেমিক্যাল, সিভিল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন, মেকানিক্যাল এবং মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সমতুল বিষয়ে স্নাতকে ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর থাকতে হবে।

কম্পিউটার বেসড টেস্ট-এর (সিবিটি) মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। ২০২৬-এর জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসে ওই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষাটি কলকাতা, দুর্গাপুর, পটনা, ভুবনেশ্বর, গুয়াহাটি, মুম্বই-সহ বিভিন্ন কেন্দ্রে দেওয়ার সুযোগ থাকবে। পরীক্ষায় উত্তীর্ণদের গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিয়ের জন্য ডাকা হবে। তাতে পাশ করলে শুরু হবে প্রশিক্ষণ।

আগ্রহীদের এ জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্য বাবদ ১,০৫০ টাকা ধার্য করা হয়েছে। ১৫ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন জমা দেওয়ার সুযোগ থাকছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement