সিমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।
রাষ্ট্রায়ত্ত সংস্থায় কর্মখালি। সিমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়াতে কর্মী প্রয়োজন। সিমেন্ট ইন্ডাস্ট্রিতে পূর্বে কাজ করেছেন, এমন অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে ওই সংস্থায় সাপোর্ট অ্যাসোসিয়েট পদে নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
যে কোনও বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। তবে এ ক্ষেত্রে তাঁদের সিমেন্ট ইন্ডাস্ট্রিতে পূর্বে ন্যূনতম ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। প্রার্থীদের বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে।
তবে, যাঁরা দশম উত্তীর্ণ হয়েছেন এবং উল্লিখিত ক্ষেত্রে পূর্বে ২০ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, তাঁরাও আবেদনের সুযোগ পাবেন। তবে, নিযুক্ত ব্যক্তিকে ছ’মাসের চুক্তিতে বহাল রাখা হবে। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ২২ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এর জন্য তাঁদের সিমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার দফতরে উপস্থিত থাকা প্রয়োজন। ২০ মে ইন্টারভিউ নেওয়া হবে। এই সংক্রান্ত সমস্ত তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।