NBT Recruitment 2025

কর্মী নিয়োগ করবে ন্যাশনাল বুক ট্রাস্ট, আবেদন করবেন কী ভাবে?

প্রার্থীদের বয়স ৪৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। ৩০ হাজার থেকে ১ লক্ষ টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মে ২০২৫ ১৫:৪০
Share:

ন্যাশনাল বুক ট্রাস্ট। ছবি: সংগৃহীত।

রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল বুক ট্রাস্ট-এ চাকরির সুযোগ। ওই সংস্থায় মার্কেটিং অ্যান্ড স্পনসরশিপ কনসালট্যান্ট, মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট এবং মার্কেটিং এগ্‌জ়িকিউটিভ নিয়োগ করা হবে। শূন্যপদ তিনটি।

Advertisement

মার্কেটিং অ্যান্ড স্পনসরশিপ কনসালট্যান্ট পদে বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে। তবে এ ক্ষেত্রে তাঁদের অনুদান সংগ্রহ (ফান্ড রেইজিং) বা কর্পোরেট সোশ্যাল রেন্সপন্সিবিলিটি (সিএসআর) প্রজেক্ট নিয়ে ন্যূনতম পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট এবং মার্কেটিং এগজ়িকিউটিভ পদে যে কোনও বিষয়ে স্নাতকরা আবেদন করতে পারবেন। তবে এ ক্ষেত্রে তাঁদের কোনও প্রকাশনা সংস্থায় ন্যূনতম পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট এবং মার্কেটিং অ্যান্ড স্পনসরশিপ কনসালট্যান্ট পদে প্রার্থীদের বয়স ৪৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। মার্কেটিং এগ‌‌্‌‌জ়িকিউটিভের বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে।

Advertisement

নিযুক্তদের ৩০ হাজার থেকে ১ লক্ষ টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের জন্য পার্সোনাল ইন্টার‌্যাকশন কিংবা লিখিত পরীক্ষা নেওয়া হতে পারে। এর জন্য আলাদা করে ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৭ মে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement