সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট (সিআইএফআরআই)। ছবি: সংগৃহীত।
ব্যারাকপুরের সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট (সিআইএফআরআই)-তে কর্মখালি। ওই সংস্থায় ইয়ং প্রফেশনাল পদে কর্মী প্রয়োজন। সংশ্লিষ্ট পদে এক বছরের চুক্তির মেয়াদে নিয়োগ করা হবে। প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বৃদ্ধি পেতে পারে। শূন্যপদ দু’টি।
নিযুক্তদের অ্যাকোয়াটিক অ্যানিমেল হেল্থ, অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট অ্যান্ড হেল্থ বিষয়ে ব্যাচেলর অফ ফিশারি সায়েন্সেস ডিগ্রি থাকা প্রয়োজন। এ ছাড়াও মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, জ়ুলজি বিষয়ের মধ্যে যে কোনও একটিতে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরাও উল্লিখিত পদে কাজের জন্য আবেদন করতে পারবেন।
নিযুক্তদের প্রতি মাসে সাম্মানিক হিসাবে ৪২ হাজার টাকা দেওয়া হবে। প্রার্থীদের ৪৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। ফিশ হেল্থ, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগে অগ্রাধিকার মিলবে। যোগ্যতা সংক্রান্ত অন্যান্য শর্তাবলি জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
সংস্থার ওয়েবসাইটে গিয়ে উল্লিখিত বিষয়ে বিজ্ঞপ্তিটি দেখা যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র ২৪ মার্চের মধ্যে জমা দিতে হবে । এর পরে বাছাই করা প্রার্থীদের অফলাইনে ইন্টারভিউ দিতে হবে। ২৭ মার্চ ব্যারাকপুরে হবে ইন্টারভিউ। এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং অন্যান্য শর্তাবলি জানতে সিআইএফআরআই-র ওয়েবসাইটটি দেখে নিন।