— প্রতিনিধিত্বমূলক চিত্র।
সেন্টার পাওয়ার রিসার্চ ইনস্টিটিউট-এ কর্মখালি। পিএইচডি-র পর পোস্ট ডক্টরাল ফেলো হিসাবে কাজের সুযোগ দেবে ওই রাষ্ট্রায়ত্ত সংস্থা। নিযুক্তদের সংস্থার বিভিন্ন কেন্দ্রে নিয়োগ করা হবে। শূন্যপদ ১০টি।
পাওয়ার ইঞ্জিনিয়ারিং, হাই ভোল্টেজ ইঞ্জিনিয়ারিং, এনার্জি স্টোরেজ, সাইবার সিকিউরিটি, স্মার্ট গ্রিডস, পাওয়ার ইলেকট্রনিক্স, মেটিরিয়ালস সায়েন্স, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স কিংবা সমতুল বিষয়ে পিএইচডি সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত কাজের জন্য আবেদনের সুযোগ পাবেন।
প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেবেন বিশেষজ্ঞেরা। মোট পাঁচ বছরের চুক্তিতে নিযুক্তেরা কাজ করতে পারবেন। তাঁদের কলকাতা, গুয়াহাটি, নাসিক, নয়ডা, হায়দ্রাবাদ, ভোপাল, নাগপুরের কেন্দ্রে কাজ করতে হবে। পারিশ্রমিক হিসাবে মিলবে ৮০ হাজার টাকা।
আগ্রহীরা ডাকযোগে আবেদন পাঠাতে পারবেন ৩১ অক্টোবর পর্যন্ত। বাছাই করা প্রার্থীরা ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন।