ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (নাইপার), কলকাতা। ছবি: সংগৃহীত।
কলকাতার রাষ্ট্রায়ত্ত শিক্ষা প্রতিষ্ঠানে পিএইচডি ডিগ্রি প্রাপ্তদের নিয়োগ করা হবে। ওই প্রতিষ্ঠানের সেন্টার অফ এক্সিলেন্স ইন ফ্লো কেমিস্ট্রি অ্যান্ড কনটিউয়াস ম্যানুফ্যাকচারিং-এ কর্মী প্রয়োজন। ওই কেন্দ্রে চিফ এগজ়িকিউটিভ অফিসার, রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। শূন্যপদ চারটি। কারা ওই পদে আবেদন করতে পারবেন, সেই সম্পর্কে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (নাইপার), কলকাতার তরফে বিশদ জানানো হয়েছে।
আবেদনকারীদের যোগ্যতা:
অর্গ্যানিক কেমিস্ট্রি, মেডিসিনাল কেমিস্ট্রি, ফ্লো কেমিস্ট্রি, ফার্মাসিউটিক্স, ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদের জন্য আবেদনের সুযোগ পাবেন। চিফ এগজ়িকিউটিভ অফিসার হিসাবে নিযুক্তদের বয়স ৬০ বছর এবং রিসার্চ অ্যাসোসিয়েটদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
বেতন, অভিজ্ঞতা এবং চুক্তির মেয়াদ:
চিফ এগজ়িকিউটিভ অফিসার পদে নিযুক্তেরা প্রতি মাসে ১ লক্ষ টাকা এবং রিসার্চ অ্যাসোসিয়েটরা ৫৮ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন। মোট এক বছরের চুক্তিতে তাঁদের নিয়োগ করা হবে। নিযুক্তদের অন্তত পাঁচ বছর ফ্লো কেমিস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
কী ভাবে নিয়োগ?
কবে ইন্টারভিউ নেওয়া হবে, সেই সম্পর্কিত তথ্য নাইপার, কলকাতার ওয়েবসাইটে (niperkolkata.edu.in) শীঘ্রই দেওয়া হবে।