কোচিন শিপইয়ার্ড লিমিটেড। ছবি: সংগৃহীত।
কোচিন শিপইয়ার্ড লিমিটেডে কর্মী প্রয়োজন। প্রজেক্ট অফিসার পদে তিনজনকে নিয়োগ করা হবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন কিংবা স্নাতকরা উল্লিখিত পদে আবেদনের সুযোগ পাবেন। তবে এ ক্ষেত্রে বেশ কিছু শর্তাবলি রয়েছে।
আবেদনকারীদের স্নাতকোত্তর কিংবা স্নাতক স্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকা প্রয়োজন। শিপইয়ার্ড, ইঞ্জিনিয়ারিং কোম্পানি, সরকারি কিংবা সরকার অধীনস্থ সংস্থায় অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। একই সঙ্গে তাঁর হিন্দি এবং বাংলায় সাবলীল হওয়া প্রয়োজন।
মোট পাঁচ বছরের চুক্তিতে নিযুক্তদের কাজ চলবে। আবেদনকারীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম বছর প্রতি মাসে নিযুক্তদের পারিশ্রমিক ৪৬ হাজার টাকা দেওয়া হবে। পঞ্চম বছরে ওই পারিশ্রমিক ৫৪ হাজার টাকা করে ধার্য করা হয়েছে।
আগ্রহীদের ৪০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা মোতাবেক আবেদন গ্রহণ করা হবে। আবেদনের শেষ দিন ১২ মে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।