প্রতীকী ছবি।
দার্জিলিং জেলার স্বাস্থ্য বিভাগে কর্মী প্রয়োজন। এই মর্মে সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার, স্পেশ্যালিস্ট, স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, অ্যাটেনডেন্ট, ফার্মাসিস্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, অবসরপ্রাপ্ত গ্রুপ ডি কর্মী, কুক নিয়োগ করা হবে। সব ক’টি পদেই চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা ৬৮। প্রতিটি পদেই আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা এবং বেতন আলাদা আলাদা নির্ধারণ করা রয়েছে। সেগুলি জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
‘ওয়াক ইন ইন্টারভিউ’-এর মাধ্যমে নিয়োগ করা হবে। ২ ফেব্রুয়ারি হবে ইন্টারভিউ। ওই দিন সকাল ১১টার মধ্যে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় প্রার্থীদের পৌঁছে যেতে হবে। বিজ্ঞপ্তিটি দার্জিলিং জেলার প্রশাসনিক ওয়েবসাইটেই (https://darjeeling.gov.in/) পাওয়া যাবে। সেখান থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে পারবেন আগ্রহীরা।