ছবি: সংগৃহীত।
ডিআরডিও অধীনস্থ গবেষণাগারে কাজ শেখার সুযোগ। গবেষণাগারের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পাঠরতেরা ইন্টার্নশিপের মাধ্যমে কাজ শিখতে পারবেন। তাঁদের প্রশিক্ষণ হাই এনার্জি মেটিরিয়ালস রিসার্চ ল্যাবরেটরিতে চলবে। আসন সংখ্যা ৪০।
রসায়ন, পদার্থবিদ্যা, ইলেকট্রিক্যাল, এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পাঠরতেরা ওই প্রশিক্ষণের সুযোগ পাবেন। তাঁদের ছ’মাস পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হবে।
স্নাতক স্তরে সপ্তম বা অষ্টম সেমেস্টার এবং স্নাতকোত্তর স্তরের প্রথম বা দ্বিতীয় বর্ষের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ইন্টার্নশিপের জন্য বাছাই করা হবে। তাঁদের বয়স ২৮ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। প্রতি মাসের ভাতা হিসাবে ৫,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে।
আগ্রহীরা প্রতিষ্ঠানের অধিকর্তা বা প্রিন্সিপলের মাধ্যমে কিংবা সরাসরি ডাকযোগে আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনের সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং দক্ষতার প্রমাণপত্রের মতো নথিও পাঠানো প্রয়োজন। আবেদনের শেষ দিন ১৯ জানুয়ারি। ইন্টার্নশিপ ১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে।