Govt Jobs for GATE qualifiers 2026

গেট উত্তীর্ণদের প্রশিক্ষণ দেবে পারমানবিক শক্তি উৎপাদন কেন্দ্র, কী ভাবে আবেদন করবেন?

নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফে ইঞ্জিনিয়ারিং শাখার স্নাতকদের এগ্‌জ়িকিউটিভ ট্রেনি হিসাবে নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ১৪:৪১
Share:

নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় সংস্থায় স্নাতকদের প্রশিক্ষণ দেওয়া হবে। তাঁদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন। বাছাই করা প্রার্থীরা নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড-এ প্রশিক্ষণ নিতে পারবেন।

Advertisement

ওই সংস্থার তরফে এই পদে নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৪, ২০২৫, ২০২৬-এর গেট উত্তীর্ণদের প্রশিক্ষণ দেওয়া হবে। এগ্‌জ়িকিউটিভ ট্রেনি হিসাবে সংস্থার মেকানিক্যাল, কেমিক্যাল, ইলেট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন এবং সিভিল বিভাগে তাঁদের প্রশিক্ষণ চলবে। মোট এক বছর পর্যন্ত প্রশিক্ষণ নেওয়ার সুযোগ থাকছে।

প্রথম স্তরে আবেদনকারীদের গেট-এ প্রাপ্ত নম্বরের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে প্রশিক্ষণের জন্য বেছে নেবে ওই সংস্থা।

Advertisement

আগ্রহীরা এ জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন পাঠাতে পারবেন। গেট ২০২৬-এর ফল প্রকাশিত হওয়ার দশ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement