ছবি: এআই।
কর্পোরেট সংস্থায় চাকরির ক্ষেত্রে যে শুধু ম্যানেজমেন্ট বা ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারাই সুযোগ পান, তা নয়। বর্তমানে কলা বিভাগের পড়ুয়ারাও বহুজাতিক সংস্থার গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলে থাকেন। এ ক্ষেত্রে সংস্থাগুলি সৃজনশীল ভাবনা, নীতিগত সিদ্ধান্ত গ্রহণ বা ব্যবসায়িক সংযোগ স্থাপনে প্রার্থী কতটা দক্ষ, তা যাচাই করে।
কোন কোন কাজে সুযোগ?
কর্পোরেট সংস্থায় হিউম্যান রিসোর্স ম্যানেজার, লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট স্পেশ্যালিস্ট, কর্পোরেট কমিউনিকেশন ম্যানেজার, পাবলিক রিলেশনস এগ্জ়িকিউটিভ, মিডিয়া রিলেশন স্পেশ্যালিস্ট, ব্র্যান্ড স্ট্র্যাটেজিস্ট, মার্কেট রিসার্চ অ্যানালিস্ট, কনসাল্টিং রিসার্চার-সহ একাধিক পদে কর্মী নিয়োগ করা হয়ে থাকে। এই সমস্ত পদে কলা শাখার বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তীর্ণ এবং স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা চাকরির সুযোগ পান।
এ ছাড়াও ক্লায়েন্ট রিলেশনশিপ ম্যানেজার, সার্ভিস ডিজ়াইন কনসালট্যান্ট, বিজ়নেস রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবেও যোগদানের সুযোগ দেয় বিভিন্ন কর্পোরট সংস্থা।
কী ধরনের যোগ্যতা প্রয়োজন?
গ্রাহকের সঙ্গে কথা বলে তাঁদের পরিষেবা সংক্রান্ত যাবতীয় তথ্য দেওয়া, গণমাধ্যমে যোগাযোগ তৈরি করা, যে কোনও বিষয়ে তথ্য সংগ্রহ করে তার রিপোর্ট তৈরি করার মতো একাধিক ক্ষেত্রে কলা বিভাগের পড়ুয়াদের দক্ষতা থাকে। তা ছাড়া সৃজনশীল ভাবনা, নীতিগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাঁরা সংস্থাকে সঠিক পরামর্শ দিতে পারেন। তাই বিজ্ঞান বা ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের পাশাপাশি, কলা বিভাগের পড়ুয়াদেরও নিয়োগ করা হয়ে থাকে।
নতুন পেশা:
কৃত্রিম মেধা, মেশিন লার্নিং-এর মতো প্রযুক্তির সংযোজনের কারণে নিয়মবিধি, নীতি সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও কলা শাখার পড়ুয়াদের চাহিদা বাড়ছে। এআই এথিক্স অ্যানালিস্ট, ডিজিটাল ট্রাস্ট অ্যান্ড গভর্ন্যান্স অফিসার, ডেটা স্টোরিটেলিং অ্যানালিস্ট-এর পদেও তাঁদের নিয়োগ করা হয়ে থাকে।
এ ছাড়া, নবিশদের প্রশিক্ষণ দেওয়ার জন্যেও বিশেষজ্ঞদের প্রয়োজন। কর্পোরেট ট্রেনার কিংবা সমতুল পদেও কলা শাখার পড়ুয়াদের চাহিদা রয়েছে যথেষ্ট।
কী কী বিষয় জানা দরকার?
শুধু ডিগ্রি থাকলেই চলবে না। পড়ুয়াদের ডেটা লিটারেসি অর্থাৎ তথ্য সংক্রান্ত কাজের দক্ষতা, ডিজিটাল দুনিয়ায় কাজের জন্য মার্কেটিং টুলস-এর ব্যবহার জানতে হবে। এ ছাড়াও ছোট থেকে বড় প্রকল্পের কাজ সম্পূর্ণ করতে পারা এবং সর্বোপরি কৃত্রিম মেধাকে সঠিক ভাবে ব্যবহার করার কৌশল জানা চাই।
এ জন্য বিভিন্ন কর্পোরেট সংস্থার অধীনে ইন্টার্নশিপ করে কাজ শেখা শুরু করতে হবে। আলাদা করে মার্কেটিং, অ্যানালিটিক্স, হিউম্যান রিসোর্স সংক্রান্ত কোর্স করে নিতে পারলে পরে তা নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে পারে। নেটওয়ার্কিং সম্পর্কে স্পষ্ট ধারণাও থাকা দরকার।