DPL Recruitment 2025

দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড-এ কর্মখালি! কোন পদে হবে নিয়োগ? বেতনই বা কত হতে পারে?

উভয়কেই চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রতি মাসে ৭০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। প্রথমে কাজের মেয়াদ থাকবে এক বছর, পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৪
Share:

দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড। ছবি: সংগৃহীত।

দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড-এ চিকিৎসক নিয়োগ করা হবে। সম্প্রতি সংস্থার তরফে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

দু’জন চিকিৎসক নিয়োগ করা হবে। উভয়কেই চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রতি মাসে ৭০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। প্রথমে কাজের মেয়াদ থাকবে এক বছর, পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। আবেদনের জন্য মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি এক বছরের ইন্টার্নশিপ থাকতে হবে। মেডিক্যাল কাউন্সিল অফ ওয়েস্টবেঙ্গলের অধীনে নাম নথিভুক্ত থাকতে হবে। প্রার্থীর বয়স ৩৬ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রথমে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড-এর ওয়েবসাইটে (dpl.net.in) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ১০ ডিসেম্বর বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। ওই দিন থেকে আগামী ২১ দিনের মধ্যে জমা দিতে হবে আবেদনপত্র। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড-এর ওয়েবসাইট থেকেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement