ফার্মাসিতে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা গবেষণার সুযোগ পেতে পারেন। জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে তাঁরা নাইপার, কলকাতার প্রকল্পে কাজ করতে পারবেন। কাজের আবেদনের জন্য বেশ কিছু শর্ত প্রকাশ করেছে ওই সংস্থা। শূন্যপদ একটি।
আবেদনকারীদের যোগ্যতা:
- ফার্মাসি ছাড়াও বায়োমেডিক্যাল, বায়োটেকনোলজির মতো বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন।
- এ ক্ষেত্রে তাঁদের বায়োমেটিরিয়ালস ডেভেলপমেন্ট, ম্যামেলিয়ান সেল অ্যান্ড ম্যাক্রোফেজ় কালচার, ইমিউনোসাইটোকেমিস্ট্রি নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
বয়স ও বেতন:
- নিযুক্ত ব্যক্তির বয়স ২৮ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
- প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে তাঁকে ৩৭ হাজার টাকা দেওয়া হবে।
- এ ছাড়াও বাড়িভাড়া-বাবদ ভাতার ব্যবস্থা থাকছে।
চুক্তির মেয়াদ:
- ২৬ মাসের চুক্তিতে জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে কাজের সুযোগ থাকছে।
- তবে, ওই মেয়াদ প্রকল্পের উপরও নির্ভরশীল। প্রকল্পের কাজ শেষ হয়ে গেলে জুনিয়র রিসার্চ ফেলোর কাজও একই সঙ্গে সম্পূর্ণ হবে।
- প্রকল্পে আর্থিক অনুদান অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ- সাবেক এসইআরবি) দেবে।
কী ভাবে নিয়োগ?
- ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।
- এর জন্য ই-মেল মারফত আবেদনপত্র পাঠাতে হবে।
- আবেদনের শেষ দিন ১৭ অগস্ট।
কবে ইন্টারভিউ নেওয়া হবে, সেই সম্পর্কিত তথ্য নাইপার, কলকাতার ওয়েবসাইটে (niperkolkata.edu.in) শীঘ্রই দেওয়া হবে।