Govt Jobs for Engineers 2025
প্রজেক্ট অফিসার হতে চান? ইঞ্জিনিয়াররা পেতে পারেন সুযোগ, শর্তাবলি জানাল হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেড
কোচিন শিপইয়ার্ড লিমিটেডের অধীনস্থ হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেডে প্রজেক্ট অফিসার প্রয়োজন। ওই কাজের জন্য তিনজনকে নিয়োগ করা হবে।
রাষ্ট্রায়ত্ত সংস্থায় ইঞ্জিনিয়ারদের জন্য কাজের সুযোগ। কোচিন শিপইয়ার্ড লিমিটেডের অধীনস্থ হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেডে প্রজেক্ট অফিসার নিয়োগ করা হবে। ওই কাজের জন্য তিনজন প্রয়োজন। নির্দিষ্ট সময়ের চুক্তিতে তাঁদের কাজ চলবে।
প্রার্থীদের যোগ্যতা:
- মেকানিক্যাল, ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা প্রজেক্ট অফিসার পদে কাজের সুযোগ পাবেন।
- এ ক্ষেত্রে সরকারি কিংবা সরকার অধীনস্থ জাহাজ প্রস্তুতকারক বা মেরামত সংস্থা, বন্দর, ইঞ্জিনিয়ারিং সংস্থায় দু’বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
- আবেদনকারীদের বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। কোনও এক্স সার্ভিসম্যান আবেদন করতে চাইলে, তাঁদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৫৫ বছর নির্ধারণ করা হয়েছে।
বেতন:
মোট পাঁচ বছরের চুক্তিতে উল্লিখিত পদে কাজের সুযোগ মিলবে। ওই পাঁচ বছর প্রতি মাসে ৪৬ হাজার টাকা থেকে ৫৪ হাজার টাকা বেতন হিসাবে দেওয়া হবে। এ ছাড়াও অতিরিক্ত সময়ে কাজের জন্য ৩ হাজার টাকাও বরাদ্দ করা হয়েছে।
কী ভাবে নিয়োগ?
- অবজেক্টিভ টাইপ অফলাইন টেস্ট এবং পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।
- মোট ১০০ নম্বরের পরীক্ষার মধ্যে ওই টেস্ট ৫০ নম্বর, পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য ২০ নম্বর বরাদ্দ করা হয়েছে।
- বাকি ৩০ নম্বর প্রার্থীর কাজের পাওয়ারপয়েন্ট প্রেজ়েন্টেশনের উপর নির্ভর করবে। এই প্রেজ়েন্টেশনটির সুযোগ তাঁরাই পাবেন, যাঁরা পরীক্ষা এবং ইন্টারভিউতে উত্তীর্ণ হবেন।
আবেদন কী ভাবে?
- আগ্রহীদের প্রথমে এসএপি (স্যাপ) অনলাইন পোর্টাল মারফত ওয়ান টাইম রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
- এর পর হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেড (hooghlycsl.com) কিংবা কোচিন শিপইয়ার্ড লিমিটেডের (cochinshipyard.in) ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পাঠাতে হবে।
- আবেদনের জন্য পোর্টাল ২৬ অগস্ট পর্যন্ত চালু থাকবে।