Apprentice Recruitment 2025

শিক্ষানবিশির সুযোগ পাবেন এক হাজারের বেশি ইঞ্জিনিয়ার, ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড জানাল শর্তাবলি, প্রশিক্ষণ পাবেন কতজন?

ইঞ্জিনিয়ারদের এক বছরের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। ওই সময় ভাতা হিসাবে ৮ হাজার টাকা থেকে ৯ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৫ ১৮:৪৮
Share:

ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডে শিক্ষানবিশ হিসাবে কাজের প্রশিক্ষণ দেওয়া হবে। ছবি: সংগৃহীত।

রাষ্ট্রায়ত্ত সংস্থায় ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ দেওয়া হবে। ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডে এক বছরের প্রশিক্ষণের জন্য তাঁদের বেছে নেবেন বিশেষজ্ঞেরা। মোট এক হাজারের বেশি ব্যক্তিকে শিক্ষানবিশির (অ্যাপ্রেন্টিসশিপ) প্রশিক্ষণ দেওয়া হবে। আসন সংখ্যা ১,১২৩।

Advertisement

কারা আবেদন করবেন?

  • মাইনিং, সিভিল, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন কিংবা ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিরা শিক্ষানবিশ হিসাবে প্রশিক্ষণের সুযোগ পাবেন।
Advertisement
  • এ ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েট প্র্যাকটিক্যাল ট্রেনিং (পিজিপিটি) কিংবা পোস্ট ডিপ্লোমা প্র্যাকটিক্যাল ট্রেনিং (পিডিপিটি) ট্রেডের অধীনে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে।

ভাতা:

  • প্রশিক্ষণের সময় পিজিপিটি ট্রেডের প্রার্থীদের ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড ৪,৫০০ টাকা এবং কেন্দ্রীয় সরকার ৪,৫০০ টাকা ভাতা দেবে।
  • পিডিপিটি ট্রেডের প্রার্থীদের মোট ন’হাজার টাকা ভাতা হিসাবে দেওয়া হবে।

আবেদনের শর্তাবলি:

  • অনলাইনে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিমে (ন্যাটস) নাম নথিভুক্ত করতে হবে।
  • ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের ঠিকানায় রেজিস্ট্রেশনের কপি-সহ আবেদনপত্র পাঠাতে পারবেন।
  • আবেদনপত্রের সঙ্গে দশম উত্তীর্ণ এবং স্নাতক/ডিপ্লোমার শংসাপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, ছবির মতো নথি থাকা প্রয়োজন।
  • আবেদনের শেষ দিন ১১ সেপ্টেম্বর।
  • বাছাই করা প্রার্থীরা বোর্ড অফ প্র্যাকটিক্যাল ট্রেনিং (বিওপিটি)-র তরফে কল লেটার পাবেন।
  • ওই চিঠি ছাড়া প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন।

এই চিঠি, আবেদনপত্রের ফরম্যাট সংক্রান্ত সমস্ত তথ্য ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের ওয়েবসাইটেও (easterncoal.nic.in) দেওয়া রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement