মেডিক্যাল টেকনোলজিস্ট পদে স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ করা হবে। ছবি: সংগৃহীত।
ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে কর্মখালি। ওই বিভাগের তরফে মেডিক্যাল টেকনোলজিস্ট পদে কর্মী নিয়োগ করা হবে। উল্লিখিত কাজের জন্য মোট ৫৮০ জন প্রয়োজন। নিয়োগের বিধিও প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড।
কারা আবেদন করতে পারবেন?
‘অ্যালায়েড অ্যান্ড হেল্থকেয়ার’ শাখার অধীনে মেডিক্যাল টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের দ্বাদশে পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা থাকা আবশ্যক।
তবে, মেডিক্যাল টেকনোলজি বিষয়ে স্নাতক ডিগ্রি এবং উল্লিখিত পদে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে। যদিও যাঁরা উল্লিখিত বিষয়ে ডিপ্লোমা অর্জন করেছেন, তাঁরাও আবেদনের সুযোগ পাবেন। উভয় ক্ষেত্রেই তাঁদের ডায়লাসিস, পারফিউশনিস্টের মতো কাজে পূর্ব অভিজ্ঞতা থাকা আবশ্যক।
বয়স এবং বেতন:
কী ভাবে নিয়োগ?
আবেদনের শর্তাবলি:
আবেদনের জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে (hrb.wb.gov.in) গিয়ে সমস্ত নথি জমা দিতে হবে।