ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), দিল্লি। ছবি: সংগৃহীত।
শিক্ষানবিশ খুঁজছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), দিল্লি। প্রতিষ্ঠানের তরফে স্নাতক এবং ডিপ্লোমাপ্রাপ্তদের প্রশিক্ষণ দেওয়া হবে। মোট ২৯ জন সুযোগ পাবেন।
বিজ্ঞান, কলা, বাণিজ্য, ম্যানেজমেন্ট শাখায় স্নাতক হয়েছেন, এমন পড়ুয়ারা শিক্ষানবিশি করতে পারবেন। এ ছাড়াও সেক্রেটারিয়াল প্র্যাকটিস, মর্ডান অফিস ম্যানেজমেন্ট, ফার্মাসি, ফিজ়িয়োথেরাপি, হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা অর্জন করেছেন, এমন প্রার্থীরাও প্রশিক্ষণের সুযোগ পাবেন।
নিযুক্তদের প্রতিষ্ঠানের অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাকাউন্টস, আইআইটি হাসপাতাল, এস্টেট ওয়ার্ক, হস্টেল এবং গেস্ট হাউসে শিক্ষানবিশ হিসাবে কাজ করতে হবে। তাঁদের জন্য প্রতি মাসে ১২,০০০ টাকা থেকে ১৫,০০০ টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে।
আগ্রহী প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হওয়া আবশ্যক। তাঁদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিমের (ন্যাটস) পোর্টালের মাধ্যমে নাম নথিভুক্তি করে আবেদন পাঠাতে হবে। আবেদনের জন্য ১৯ জানুয়ারি পর্যন্ত পোর্টাল চালু থাকছে।