Psychologst Govt Jobs 2026

কলকাতার রাষ্ট্রায়ত্ত সংস্থায় মনোবিদ প্রয়োজন, আবেদনের সুযোগ পাবেন অভিজ্ঞতাসম্পন্নেরা

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), কলকাতায় ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পদে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ ১৫:০২
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

কলকাতার রাষ্ট্রায়ত্ত সংস্থায় মনোবিদ নিয়োগ করা হবে। ওই পদে মহিলারাই আবেদনের সুযোগ পাবেন। নিযুক্তদের স্টুডেন্টস কাউন্সেলর পদে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। শূন্যপদ একটি।

Advertisement

মনোবিদ্যা বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা উল্লিখিত পদে চাকরির সুযোগ পেতে পারেন। এ জন্য তাঁদের ক্লিনিক্যাল সাইকোথেরাপি বিষয়ে স্পেশ্যালাইজ়েশন থাকা প্রয়োজন। পাশাপাশি, কোনও মানসিক স্বাস্থ্য কেন্দ্রে কিংবা কোন প্রতিষ্ঠানে স্টুডেন্ট কাউন্সেলর হিসাবে অন্তত দু’বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

মোট ১১ মাসের চুক্তিতে ওই পদে নিযুক্তের কাজ চলবে। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৪৫,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে। তাঁর বয়স ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। প্রতিষ্ঠানের পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যরক্ষা এবং কাউন্সেলিং-এর দায়ভার নিযুক্তের উপর ন্যস্ত থাকবে।

Advertisement

আগ্রহীরা ডাকযোগে আবেদন জমা দিতে পারবেন। তাঁদের ৮ জানুয়ারির মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেবে রাষ্ট্রায়ত্ত সংস্থা। ওই সংস্থায় নিযুক্তের কর্মস্থল হতে চলেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement