ERNET India Recruitment 2025

রাষ্ট্রায়ত্ত সংস্থায় কাজের সুযোগ, কারা আবেদন করবেন?

প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে ওই পদে এক বছরের জন্য নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মে ২০২৫ ১৩:৪৭
Share:

ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক অধীনস্থ সংস্থায় কর্মখালি। এডুকেশন অ্যান্ড রিসার্চ নেটওয়ার্ক অফ ইন্ডিয়াতে প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে কর্মী প্রয়োজন। শূন্যপদ একটি।

Advertisement

সংশ্লিষ্ট পদে ইলেক্ট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কিংবা কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। তবে এ ক্ষেত্রে কেন্দ্রীয় কিংবা রাজ্য সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

উল্লিখিত বিষয়ে সেই সমস্ত স্নাতকেরা আবেদন করতে পারবেন, যাঁরা অন্তত চার বছর সরকারি কিংবা বেসরকারি সংস্থায় কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন। তাঁদের লিন্যাক্স, ড্রুপাল, এমওয়াইসিকিউএল নিয়ে কাজের দক্ষতা থাকা প্রয়োজন। সংশ্লিষ্ট পদে নিযুক্ত ব্যক্তিদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। নিযুক্তের জন্য প্রতি মাসে ৩৫ থেকে ৫০ হাজার টাকা বেতন হিসাবে বরাদ্দ করা হয়েছে।

Advertisement

ইমেল মারফত আগ্রহীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্রের মতো নথি জমা দিতে হবে। আবেদন গ্রহণ করা হবে ১৯ মে পর্যন্ত। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। উল্লিখিত পদে নিয়োগ সম্পর্কিত বিষয়ে আরও তথ্য জেনে নিতে হলে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement