FSI Recruitment 2025

একাধিক পদে কর্মী নিয়োগ করবে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া, আবেদনের শেষ দিন কবে?

নিযুক্তদের প্রতি মাসে ৩৭ হাজার টাকা থেকে ৪২ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৫ ১৩:৫৬
Share:

ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।

পরিবেশ, অরণ্য এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রক অধীনস্থ সংস্থায় কর্মখালি। ওই মন্ত্রক অধীনস্থ ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়ায় চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি।

Advertisement

টেকনিক্যাল অ্যাসোসিয়েট পদে কম্পিউটার সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে আবেদনকারীদের কম্পিউটার প্রোগ্রামিং এবং রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস নিয়ে ন্যূনতম দু’বছরের কাজের অভিজ্ঞতা ও দক্ষতা থাকা প্রয়োজন। প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। নিযুক্তদের প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ৩৭ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

সিনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট পদে নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৪২ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। এ ক্ষেত্রে ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে। তবে, আবেদনকারীদের চার বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।

Advertisement

লিখিত পরীক্ষা এবং হ্যান্ডস-অন টেস্টের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। আগ্রহীরা ইমেল মারফত কিংবা ডাকযোগে আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনের শেষ দিন ২৯ মার্চ। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement