গেইল ইন্ডিয়া লিমিটেড। ছবি: সংগৃহীত।
আগামী বছর গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং (গেট) ফেব্রুয়ারি মাসে। সেই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই এ বার কর্মী নিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা গেইল ইন্ডিয়া লিমিটেড। জানানো হয়েছে, সংস্থার বিভিন্ন বিভাগে প্রশিক্ষণ দেওয়া হবে নিযুক্তদের। এ বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংস্থার ওয়েবসাইটে।
সংস্থায় গ্রেড-২ স্কেলে এগজ়িকিউটিভ ট্রেনি (শিক্ষানবিশ) পদে নিয়োগ করা হবে কর্মীদের। বিজ্ঞপ্তিতে মোট শূন্যপদের বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। জানানো হয়েছে, নিযুক্তেরা সংস্থার কেমিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল বিভাগে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। প্রশিক্ষণ চলবে এক বছর ধরে। নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৬০,০০০ থেকে ১,৮০,০০০ টাকা।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ২৬ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। যে বিভাগের জন্য নিয়োগ হবে, তার ভিত্তিতে আবেদনকারীদের জন্য যোগ্যতার মাপকাঠি স্থির করা হয়েছে। যেমন, মেকানিক্যাল বিভাগের জন্য আবেদনকারীদের মেকানিক্যাল/ প্রোডাকশন/ প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল/ ম্যানুফ্যাকচারিং/ মেকানিক্যাল অ্যান্ড অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর্স-এ ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। তবে কোনও বিভাগেই ২০২৪-এর আগে স্নাতক উত্তীর্ণৈরা আবেদন করতে পারবেন না।
সংশ্লিষ্ট পদে নিয়োগের ক্ষেত্রে ২০২৬ সালে পরীক্ষার্থীদের গেট-এ প্রাপ্ত নম্বর এবং শিক্ষাগত যোগ্যতাকে গুরুত্ব দেওয়া হবে।
আগ্রহীদের এ জন্য প্রথমে গেট-এর জন্য নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। এর পর গেইল-ওয়েবসাইটে গেট-এর রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নাম নথিভুক্ত করে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী বছরের ১৭ ফেব্রুয়ারি। চলবে ১৮ মার্চ পর্যন্ত। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে সংস্থার ওয়েবসাইট থেকে।