প্রতীকী চিত্র।
মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে কর্মী নিয়োগ করা হবে। জেলার প্রশাসনিক ওয়েবসাইটে তেমনই জানানো হয়েছে। বিভিন্ন পদে চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে। ইতিমধ্যেই অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে।
জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে নিয়োগ হবে আয়ুষ চিকিৎসক এবং মাল্টিপারপাস ওয়ার্কার পদে। মোট শূন্যপদ চারটি। চিকিৎসক পদে ২১ থেকে ৫০ বছর বয়সিরা আবেদন করতে পারবেন। মাল্টিপারপাস ওয়ার্কার পদে আবেদনের জন্য বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
আয়ুষ চিকিৎসকদের মাসে ৪০,০০০ টাকা এবং মাল্টিপারপাস ওয়ার্কার পদে নিযুক্তদের মাসে ১৫,০০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে বলে জানানো হয়েছে।
দু’টি পদে আবেদনের জন্য যোগ্যতার ভিন্ন মাপকাঠির বিষয়ে মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে। পদের উপর নির্ভর করে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, পেশাদারি অভিজ্ঞতা, কম্পিউটার পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে।
আগ্রহীদের জেলার প্রশাসনিক ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ বিভিন্ন পদে আবেদন করতে হবে। আবেদন জানাতে সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের যথাক্রমে ৫০ এবং ১০০ টাকা জমা দিতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২৪ অক্টোবর। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।