আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।
বেশ কিছু প্রশাসনিক পদে কর্মী নিয়োগ করবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুর। সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে। মোট তিনটি পদমর্যাদায় নিয়োগ হবে। এ জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
প্রতিষ্ঠানে নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এবং ল অফিসার পদে। মোট শূন্যপদ ছ’টি। সমস্ত পদে নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৫৬,১০০ থেকে ১,৭৭,৫০০ টাকা।
বয়স ৪০ বছরের মধ্যে হলে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে আবেদন জানানো যাবে। ল অফিসার পদে আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য থাকবে ছাড়।
ল অফিসার পদের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইনে স্নাতক বা স্নাতকোত্তর উত্তীর্ণেরা আবেদন করতে পারবেন। তবে তার পাশাপাশি তাঁদের তিন বছর কাজের অভিজ্ঞতা থাকাও প্রয়োজন। একই ভাবে বাকি পদগুলির জন্যও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্যের পরিমাণ ১০০০ টাকা। আগামী ২১ অক্টোবর আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।