গ্যাস অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডে (গেল)। ছবি: সংগৃহীত।
রাষ্ট্রায়ত্ত গ্যাস সংস্থায় কর্মখালি। গ্যাস অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডে (গেল) উত্তরপ্রদেশের দফতরের হাসপাতালে কর্মী নিয়োগ করা হবে। শিফ্ট ডিউটি মেডিক্যাল অফিসার এবং প্যাথোলজিস্ট পদে কর্মী প্রয়োজন। শূন্যপদ দু’টি।
শিফ্ট ডিউটি মেডিক্যাল অফিসার পদে ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে তাঁর রোটেটারি ইন্টার্নশিপ সম্পূর্ণ থাকা এবং বৈধ রেজিস্ট্রেশন থাকা প্রয়োজন।
প্যাথোলজিস্ট পদে নিযুক্ত ব্যক্তির ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রির সঙ্গে প্যাথোলজি বিষয়ে ডক্টর অফ মেডিসিন (এমডি) কিংবা ডিপ্লোম্যাট অফ ন্যাশনাল বোর্ড (ডিএনবি) ডিগ্রি থাকা প্রয়োজন।
উল্লিখিত পদে নিযুক্তদের প্রতি মাসে ১ লক্ষ থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা বেতন হিসাবে দেওয়া হবে। এ ক্ষেত্রে তাঁদের বয়স ৫৬ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। ডাকযোগে আগ্রহীদের আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনের শেষ দিন ১৭ জুলাই। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে। এই বিষয়ে আরও তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইট (gailonline.com) থেকে দেখে নিতে পারেন।