সেন্ট্রাল কাউন্সিল ফর ইন আয়ুর্বেদিক সায়েন্সেস, নয়া দিল্লি। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের অধীনস্থ গবেষণা কেন্দ্রে কর্মখালি। নয়াদিল্লির সেন্ট্রাল কাউন্সিল ফর ইন আয়ুর্বেদিক সায়েন্সেসের পরামর্শদাতা পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
আয়ুষ, আর্য়ুবেদ বায়োলজি , পাবলিক হেলথ, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি— উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা সংশ্লিষ্ট পদে কাজের সুযোগ পেতে পারেন। এ ক্ষেত্রে তাঁদের গবেষণা সংক্রান্ত বিষয়ে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
সংশ্লিষ্ট পদে নিযুক্তের বয়স ৬৪ বছরের মধ্যে হতে হবে। তাঁর জন্য প্রতি মাসে বেতন হিসাবে ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। নির্দিষ্ট সময়ের চুক্তিতে তাঁকে নয়াদিল্লির সেন্ট্রাল কাউন্সিল ফর ইন আয়ুর্বেদিক সায়েন্সেসে কাজ করতে হবে।
১৪ জুলাই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। ওই দিন জীবনপঞ্জি, কর্মজীবনের অভিজ্ঞতার শংসাপত্র-সহ বিভিন্ন নথি নিয়ে সকালে ১০টার মধ্যে উপস্থিত থাকা প্রয়োজন। এই বিষয়ে বিশদ জানতে সংস্থার ওয়েবসাইটে (ccras.nic.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।