গার্ডেনরিচের কেন্দ্রীয় বিদ্যালয়। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিদ্যালয়ে রয়েছে চাকরির সুযোগ। গার্ডেনরিচের কেন্দ্রীয় বিদ্যালয়ে নিয়োগ করা হবে কর্মী। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
বিদ্যালয়ের বালওয়াটিকা (প্রি-প্রাইমারি স্কুল)-এর জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিদ্যালয়ের ২০২৩-২৪ বর্ষের জন্য শিক্ষক পদে নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে।
কী যোগ্যতা থাকলে শিক্ষক পদে আবেদন করা যাবে?
কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। তবে, ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। পাশাপাশি, স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সারি টিচার এডুকেশন/ প্রি-স্কুল এডুকেশন/ আর্লি চাইল্ডহুড এডুকেশন প্রোগ্রাম (ডিইসিইডি)-এ দু’বছরের ডিপ্লোমা থাকতে হবে। অথবা যদি বিএড (নার্সারি) ডিগ্রি থাকে তা হলেও আবেদন করা যাবে। যদি সংশ্লিষ্ট বিষয়ে পড়ানোর অভিজ্ঞতা থাকে এবং কম্পিউটারের কাজে দক্ষতা থাকে তা হলে প্রাধান্য দেওয়া হবে।
কী ভাবে নিয়োগ?
‘ওয়াক ইন ইন্টারভিউয়ের’ মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের ঠিকানা এবং বিস্তারিত তথ্য জানতে হলে প্রার্থীকে প্রথমে গার্ডেনরিচের কেন্দ্রীয় বিদ্যালয়ে যেতে হবে। ‘হোমপেজ’ থেকেই বিজ্ঞপ্তিটি সংগ্রহ করা যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী চলতি মাসের ২২ তারিখ ইন্টারভিউ হবে। ওই দিন সকাল সাড়ে ৮টার মধ্যে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় প্রার্থীদের পৌঁছে যেতে হবে ইন্টারভিউয়ের জন্য।
নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে গার্ডেনরিচের মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।