PSU Recruitment through GATE 2024

গেট উত্তীর্ণরা কী ভাবে পাবেন চাকরির সুযোগ? রইল বিশদ

১৬ মার্চ গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট)-এর ফলাফল প্রকাশিত হয়েছে। এই ফলাফলের ভিত্তিতেই বিভিন্ন সরকারি এবং সরকার অধীনস্থ সংস্থায় এমন ব্যক্তিদের কাজের সুযোগ দেওয়া হয়ে থাকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৪ ১২:১৭
Share:

প্রতীকী চিত্র।

সদ্যই প্রকাশিত হয়েছে গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) ২০২৪-এর ফলাফল। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি)-এর ওয়েবসাইটে গিয়ে এই পরীক্ষার ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। তাঁরা সেখানে গিয়ে নির্দিষ্ট লিঙ্কে প্রবেশ করে তথ্য পেশ করলে নিজের স্কোর জেনে নিতে পারবেন। পরীক্ষার ফলাফলের নিরিখে তাঁরা বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানগুলিতে স্নাতকোত্তর স্তরে বিভিন্ন বিষয়ে সরাসরি ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

Advertisement

তবে, যাঁরা উচ্চশিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক নন, চাকরি খুঁজছেন, তাঁদের জন্যও রয়েছে বিশেষ সুযোগ। দেশের বিভিন্ন সরকারি এবং সরকার অধীনস্থ সংস্থাগুলিতে গেট উত্তীর্ণদের কাজের সুযোগ করে দেওয়া হবে। কোন কোন সংস্থায় কী ধরনের কাজের সুযোগ থাকে, বেতনক্রম কত, সেই সমস্ত বিষয়ে রইল সবিস্তার তথ্য।

যে সমস্ত সরকার এবং সরকার অধীনস্থ সংস্থায় গেট উত্তীর্ণদের কাজের সুযোগ দেওয়া হয়ে থাকে, সেগুলি হল—

Advertisement
  • পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড
  • গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড
  • ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড
  • ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন
  • ন্যাশনাল হাইওয়েজ় অথরিটি অফ ইন্ডিয়া
  • কোল ইন্ডিয়া লিমিটেড
  • এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া
  • ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড
  • স্টিল অথরিটি অফ ইন্ডিয়া
  • অয়েল অ্যান্ড ন্যাচরাল গ্যাস কর্পোরেশন লিমিটেড
  • নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড
  • ইঞ্জিনিয়ারস ইন্ডিয়া লিমিটেড
  • ন্যাশনাল হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশন প্রাইভেট লিমিটেড

উল্লিখিত সংস্থাগুলিতে চুক্তির ভিত্তিতে শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) এবং ট্রেনি হিসাবে প্রাথমিক ভাবে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে ওই প্রশিক্ষণের শেষে সংস্থার তরফে সরাসরি উচ্চপদে নিয়োগ করা হয়। প্রশিক্ষণ চলাকালীন কেন্দ্রের তরফে নির্ধারিত ভাতা কিংবা পারিশ্রমিক প্রতি মাসে প্রশিক্ষণরত ব্যক্তিরা পেয়ে থাকেন।

সাধারণত ওই ভাতা বা পারিশ্রমিক মাসিক সাত থেকে আট হাজার টাকা থেকে শুরু হয়। সংস্থার নিরিখে ওই পারিশ্রমিক ৪০,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। উল্লিখিত সংস্থাগুলিতে সাধারণত সিভিল, মেকানিক্যাল, ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, কেমিক্যাল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, আর্কিটেকচার, মাইনিং ইঞ্জিনিয়ারিং শাখায় গেট উত্তীর্ণদের বেছে নেওয়া হয়ে থাকে।

তবে এ ক্ষেত্রে গেট উত্তীর্ণদের অন্তত ৬০ শতাংশের বেশি নম্বর থাকা বাঞ্ছনীয়। কারণ, পরীক্ষায় প্রাপ্ত নম্বরের নিরিখেই সংস্থাগুলির তরফে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। দ্রুতই সংশ্লিষ্ট সংস্থাগুলির তরফে গেট উত্তীর্ণদের কাছ থেকে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আবেদন চাওয়া হবে। তাই নিয়মিত ভাবে ওই সংস্থাগুলির ওয়েবসাইটে নজর রাখতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন