Young Professional Recruitment 2025

ইয়ং প্রফেশনাল হতে পারবেন স্নাতকেরাও, আবেদনের শর্ত জানাল ব্যারাকপুরের গবেষণাকেন্দ্র

নিযুক্তকে প্রতি মাসে ৪২ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। তিনি নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ করতে পারবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৫ ১৩:৩৩
Share:

সেন্ট্রাল ইনল্যান্ড অ্যান্ড ফিশারিজ় রিসার্চ ইনস্টিটিউট, ব্যারাকপুর। ছবি: সংগৃহীত।

তরুণ পেশাদার হিসাবে কাজ খুঁজছেন? মৎস্য বিজ্ঞানে ডিগ্রি রয়েছে? তা হলে ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ (আইসিএআর)-এর ব্যারাকপুরের দফতরে পেতে পারেন সুযোগ। সেন্ট্রাল ইনল্যান্ড অ্যান্ড ফিশারিজ় রিসার্চ ইনস্টিটিউট-এর তরফে ইয়ং প্রফেশনাল হিসাবে কর্মী নিয়োগ করা হবে। একটি পদে কর্ম প্রয়োজন।

Advertisement

ফরাক্কা গঙ্গায় গ্রিনহাউস গ্যাসের প্রভাব নিয়ে গবেষণার কাজ করা হচ্ছে। এই প্রকল্পে ইয়ং প্রফেশনাল হিসাবে নিযুক্ত ব্যক্তিকে কাজ করতে হবে। তাই মৎস্যবিজ্ঞান স্নাতক কিংবা কৃষিবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকা আবশ্যক। তবে, মৎস্যবিজ্ঞানে স্নাতকদের তিন বছর জলজীবন নিয়ে গবেষণামূলক কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

সংশ্লিষ্ট কাজে নিযুক্তকে প্রতি মাসে ৪২ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। নির্দিষ্ট সময়ের চুক্তিতে তাঁকে কাজ করতে হবে। বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হওয়া আবশ্যক। নিযুক্তকে ব্যারাকপুরের সেন্ট্রাল ইনল্যান্ড অ্যান্ড ফিশারিজ় রিসার্চ ইনস্টিটিউট-এ কাজ করতে হবে।

Advertisement

আগ্রহীদের ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৬ অক্টোবর। আগামী ২২ অক্টোবর বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ব্যারাকপুরের দফতরে উপস্থিত থাকতে হবে। এই বিষয়ে আরও তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি সেন্ট্রাল ইনল্যান্ড অ্যান্ড ফিশারিজ় রিসার্চ ইনস্টিটিউটের ওয়েবসাইটে (cifri.res.in) গিয়ে দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement